দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:৩৫

কারিগরি বোর্ডের পক্ষ থেকে পোলট্রি ফার্মিং ও অ্যানিম্যাল হেলথ বিষয়ে একটি সার্টিফিকেট কোর্স আয়োজন করা হয়েছে। কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ৩৩৫ টাকা।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছরের সার্টিফিকেট কোর্সের আওতায় পোলট্রি ফার্মিং টেকনোলজি (১৯) এবং অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি (২০) বিষয়ক ভর্তি কার্যক্রম শুরু হবে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ শিক্ষাবর্ষে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের কোনো অনুমোদিত বিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ট্রেডে আসন সংখ্যা ৫০, যার মধ্যে মূল আসন ৪০ এবং ড্রপআউট ১০ জন। যদি কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা ৫ জনের কম হয়, তবে সেই ট্রেডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

 

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

– **ডাটা এন্ট্রি:** ০১-১০-২০২৪ থেকে ১৫-১০-২০২৪

– **পেমেন্ট ও রেজিস্ট্রেশন:** ১৫-১০-২০২৪ থেকে ২২-১০-২০২৪

– **ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট:** ২৭-১০-২০২৪ থেকে ৩০-১০-২০২৪

 

রেজিস্ট্রেশন কার্ড A4 সাইজ (100 gsm) অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে।

**ফি:** রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা।

 

রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ই-সেবা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী