দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৮:৫১

জবিতে তৃতীয়বার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তামান্না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে সর্বাধিক ৪টি পদক অর্জন করে সেরা খেলোয়াড়ের পদক পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া। সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম তার হাতে এই পদক তুলে দেন।

 

জানা যায়, তামান্না টেবিল টেনিসে একক চ্যাম্পিয়ন ও দ্বৈত খেলাতেও চ্যাম্পিয়ন হয়েছেন, যা তার চারটি পদকের মধ্যে দুটি। এছাড়া ব্যাডমিন্টনে একক চ্যাম্পিয়ন ও দ্বৈত খেলায় রানার্সআপ পদক অর্জন করেছেন। ইসলামিক স্টাডিজ বিভাগ সেরা (ছাত্রী) পুরস্কারও পেয়েছে তামান্না। ফলে সর্বমোট ৫টি পদক অর্জনের মাধ্যমে তিনি ছাত্রীদের মধ্যে সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন। এর আগে, তিনি জবির ৪র্থ ও ৫ম আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে সর্বাধিক পদক অর্জন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

 

৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা এবং কেরামসহ মোট ৪টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার বিষয়ে তামান্না সুলতানা সুমাইয়া বলেন, “আলহামদুলিল্লাহ, গত দুই বছরের মতো এবছরও ছাত্রীদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পদক পেয়েছি। ইনডোর গেমসে সব ইভেন্টেই পদক অর্জন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলার জায়গা কম থাকলেও ইনডোর গেমসে বেশি জায়গার প্রয়োজন পড়ে না। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইনডোর গেমসে আরও মনোযোগ দেয় এবং খেলার সুযোগ করে দেয়, তাহলে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক আনাও সহজ হবে।”

 

প্রসঙ্গত, তামান্না বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ভলিবলে একজন জনপ্রিয় মুখ। ২০১৩ সালে তিনি তানকোয়ানডে জুনিয়র ডিভিশনে ব্রোঞ্জ পদক অর্জন করেন। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ তিনি সিলভার পদক পান। এছাড়া ২০২২ সালে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে যৌথভাবে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী