দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ০৬:০২

ছাত্রলীগকে ফ্যাসিবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং জুলাই মাসের ছাত্র-গণহত্যায় জড়িত অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। গতকাল সোমবার শহিদ আবরার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে এ দাবি তুলে ধরা হয়। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম, আব্বাস উদ্দীন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

 

আবদুল ওয়াহেদ বলেন, শহিদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনবিরোধী স্ট্যাটাস লেখার কারণে ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে হত্যা করা হয়। পাঁচ বছর পেরিয়ে গেলেও ছাত্রলীগের বিচার হয়নি।

 

তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হামলা চালিয়ে ছাত্র-জনতার ওপর গণহত্যা করেছে। তাই ছাত্রলীগকে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

 

তিনি সরকারের কাছে আইন প্রণয়ন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান।

 

এছাড়া, আবদুল ওয়াহেদ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা গত ১৬ বছরে হাজার হাজার ছাত্রছাত্রীকে নির্যাতন করেছে এবং চাকরির সুযোগ থেকে বাদ দিয়েছে। এসব অন্যায়ের প্রতিকার হিসেবে একটি ফ্যাসিবাদবিরোধী কমিশন গঠনের দাবি জানান তিনি।

 

তিনি বলেন, আবরার ফাহাদ ভারতের আগ্রাসনের প্রতিবাদ করায় শহিদ হয়েছেন, তাই ভারতের সঙ্গে সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে হত্যা করে। পরের দিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় দেশে নিন্দার ঝড় ওঠে এবং হত্যামামলায় ২৫ জনকে অভিযুক্ত করা হয়। আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী