আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা ফল প্রকাশ করবেন। সোমবার (৭ অক্টোবর) বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল।
সূত্র জানায়, এবারের এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে। যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে প্রকাশ করা হবে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা প্রণীত হয়েছে।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল, এবং এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। আটদিন পরীক্ষা নেওয়ার পর কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরে সরকারের পক্ষ থেকে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থগিত পরীক্ষাগুলো নিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে শেষ পর্যন্ত পরবর্তী পরীক্ষাগুলো বাতিল করা হয়।