দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে পদসংখ্যা বৃদ্ধি

### সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে পদসংখ্যা বৃদ্ধি

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে পদসংখ্যা বাড়ানো হচ্ছে। জুন ২০২৪ পর্যন্ত শূন্যপদের হিসাব ধরে পদসংখ্যা ৩০০ থেকে ৪০০টি বাড়ানো হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, চলতি বছরের মে পর্যন্ত শূন্যপদের হিসাব নিয়ে নিয়োগ দিতে চাওয়া হয়েছিল। তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এখন জুন পর্যন্ত হিসাব করা হচ্ছে, ফলে পদসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন করে ৩০০ থেকে ৪০০ পদ বাড়ানো প্রায় চূড়ান্ত। ফল প্রকাশে যদি আরও দেরি হয়, তবে পদসংখ্যা আরও বাড়তে পারে, যা ফল প্রকাশের সময়ের ওপর নির্ভর করছে।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশে দুই ধরনের জটিলতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে, যা পাওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

 

সচিব ফরিদ আহাম্মাদ জানান, তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগের তদন্ত করা হয়েছে। সিআইডি ও ডিবির প্রতিনিধিরা তদন্তে কোনো প্রমাণ পাননি। তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি, যা না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা সম্ভব নয়।

 

তিনি আরও জানান, তৃতীয় ধাপের ফল বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে, নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়ে মতামত প্রয়োজন।

 

জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল ২২ এপ্রিল প্রকাশিত হয়, যেখানে ৪৬,১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ২০২৩ সালের ১৪ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এবং গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট