শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারির বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের পাশাপাশি ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বাশিসের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই দাবি ওঠে। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক মো. সাইদুর রহমান সরকার বলেন, “আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় বৈষম্য থাকা উচিত নয়। আমরা বৈষম্যহীন দেশ চাই।” সদস্য সচিব মো. রেজাউল করিম লিটন বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অবহেলিত ও বৈষম্যের শিকার। এ কারণে পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানসহ সকল বৈষম্য দূর করতে হবে।”
শিক্ষকদের ৯ দফা দাবি নিম্নরূপ:
1. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ।
2. স্বতন্ত্র বেতন স্কেল প্রদান।
3. পেনশন প্রথার চালুকরণ; না হলে অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান।
4. বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা কর্তন বন্ধ করা।
5. পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান।
6. চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ।
7. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রথা চালুকরণ।
8. আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন।
9. প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের জন্য ২টি টাইম স্কেল প্রদান।
এই দাবিগুলোর মাধ্যমে শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাশিস দৃঢ় প্রতিজ্ঞ।