দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:২৪

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলেছে

শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষার্থীরা

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ রবিবার সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলেছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে এখনও সংশয় রয়েছে।

গত ১৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায় যে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়সহ মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু হবে।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ১ জুলাই থেকে বন্ধ হয়ে যায়, যখন সর্বজনীন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়ে। ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেয় আইএসপিআর।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম ছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, গত ৭ আগস্ট থেকে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হলেও উপস্থিতি ছিল কম। আতঙ্ক ও নিরাপত্তার শঙ্কা অনেকের মধ্যে ছিল। তবে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হওয়ায় আজ থেকে স্কুল-কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

মাধ্যমিক স্তরের মাদরাসা, কামিল ও ফাজিল স্তরের ক্লাসও যথারীতি শুরু হবে বলে জানিয়েছে মাদরাসা অধিদপ্তর এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরও।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ