দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০৭

জবি কনসার্টে বন্যার্তদের জন্য ৮ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ আগস্ট ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতি ২৫০ টাকা প্রবেশমূল্য দিয়ে মোট ৮ লাখ টাকা সংগ্রহ করা হয়। কনসার্টের আয়োজক, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন, এই অর্থের ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবী জানান, কনসার্ট থেকে মোট ৮ লাখ ৯ হাজার ৬৪৫ টাকা সংগ্রহ হয়। এর মধ্যে ৪ লাখ টাকা বন্যার্তদের জন্য মিউজিশিয়ানদের সংগঠন ‘গেট আপ স্ট্যান্ড আপ’কে প্রদান করা হয়। শিরোনামহীনের লিডার জিয়া ভাইয়ের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১২টি ব্যান্ডের প্রায় ৭০ জন সদস্যের খাবার ও যাতায়াতে ২৫ হাজার টাকা ব্যয় হয়। কনসার্টের স্টেজের জন্য ৩০ হাজার টাকা এবং সাউন্ড ও লাইটের জন্য ২৭ হাজার ৫০০ টাকা খরচ করা হয়।

 

মহিউদ্দিন আল আরাবী আরও জানান, কনসার্টের তহবিল থেকে ফেনির গোবিন্দপুর এলাকায় ১৫টি পরিবারকে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এএলবি এনিম্যাল ওয়েলফেয়ারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়, যা বন্যায় ক্ষতিগ্রস্ত পশুপাখির চিকিৎসায় ব্যয় হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গণত্রানে ব্যবহৃত একটি ট্রাক ভাড়ার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়।

 

তিনি বলেন, ত্রাণ কার্যক্রম বন্ধ হলে বাকি অর্থ থেকে আন্দোলনে আহত সিএনজি চালকসহ তিনজনের চিকিৎসায় ১৭ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এছাড়া আন্দোলনে আহত দুই শিশুর চিকিৎসার জন্য ১৩ হাজার টাকা ব্যয় করা হয়েছে। জবি টিএসসির কুকুর ‘হেক্সা’ বা ‘চার্লি’ নামে পরিচিত, তার অপারেশন ও চিকিৎসার জন্য ৪ হাজার টাকা খরচ হয়েছে।

 

অবশিষ্ট অর্থ সম্পর্কে মহিউদ্দিন আল আরাবী জানান, অর্থ সহায়তা ছাড়া ৬০ বস্তা ত্রাণ (জামাকাপড়, চাল, ডাল, ওষুধ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। এর বাইরেও প্রায় ৬ বস্তা জামাকাপড় বিক্রি করে ৩ হাজার টাকা আয় করা হয়েছে। বর্তমানে সংগঠনের হাতে অবশিষ্ট ৮৬ হাজার ১৪৫ টাকা রয়েছে, যা উত্তরবঙ্গে বন্যার্তদের এবং আন্দোলনে আহতদের জন্য ব্যয় করা হবে।

 

প্রসঙ্গত, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে ২৮ আগস্ট বিকেল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন বিভিন্ন ব্যান্ড, যেমন শিরোনামহীন, এভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট