দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৮

বাউবির ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বাউবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাউবি এইচএসসি পরীক্ষা-২০২৪ অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।” একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলাফল প্রকাশের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

 

এদিকে, এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে। পূর্বে পরিকল্পনা করা হয়েছিল যে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ফল প্রকাশ করা হবে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অনুযায়ী, কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জেএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে না। অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট