আগামী ১৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের এই তারিখ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা উপদেষ্টা কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে। শিক্ষা উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অক্টোবর মাসের শুরুতে এইচএসসির ফল প্রকাশের পরিকল্পনা ছিল, তবে ফল প্রস্তুত করতে বেশি সময় লাগবে। তাই দুর্গাপূজার ছুটি শেষে ১৯ তারিখ ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফলের এই তারিখ ঘোষণা করার জন্য শিক্ষা উপদেষ্টার অনুমোদন প্রয়োজন।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য তারিখ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চূড়ান্ত তারিখ জানানো হবে।
এর আগে, এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমান পরীক্ষার বাতিল হওয়া পরীক্ষার ফল প্রস্তুতের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।