দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৫

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক স্থান পেয়েছেন।

অসাধারণ গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন শিক্ষক ২০২৪ সালের স্ট্যানফোর্ড/এলসেভিয়ারের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে, যা প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

 

তালিকায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হলেন:

– গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়

– ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক

– সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ

– ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ

– সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম

– ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস

– ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান

– পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন

– ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাছলিম উর রশিদ

– ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মো. মাহামুদুল ইসলাম

 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই স্বীকৃতির জন্য শিক্ষকগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি শুধু তাঁদের অসাধারণ অর্জনকেই তুলে ধরে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা এবং শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন যে, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট