চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সময়ে ফল প্রকাশের আশা করা হচ্ছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
এর আগে, ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের সই করা একটি চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেয়া হয়। পরীক্ষা অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণ মানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেওয়া হয়।
এ বছর ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হয় ৩০ জুন। প্রথম দফায় ৮ দিনের পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে ৩ দফায় পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় ১১ আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন এবং ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়।