দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ০৯:১৯

শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান আটক হয়েছেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার রাতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রবিবার সকালে সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৪/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে। এর আগে, মঙ্গলবার রাতে নরসিংদীর রায়পুরা থানার এলাকা থেকে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

 

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি খলিলুর রহমান। এছাড়াও, আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেনের হত্যার মামলাতেও আসামি তিনি। এই দুটি ছাড়াও আন্দোলনের সময় আরও কয়েকটি সহিংস ঘটনারও অন্যতম আসামি খলিলুর রহমান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী