বিগত ১৭ বছরে যারা রাজনীতি ও দলীয় পরিচয়ে সরকারি প্রকল্পের বই ক্রয়ে অনিয়মের সঙ্গে জড়িত, তাদের শ্বেতপত্র প্রকাশ এবং সরকারকে তদন্তের অনুরোধ জানাবে সৃজনশীল ওয়ার্কিং কমিটি। অমর একুশে বইমেলা ও বইক্রয়ে সরকারি নীতিমালা শীর্ষক একটি সংলাপে এই দাবি জানিয়েছেন বাংলাদেশের সৃজনশীল প্রকাশকরা।
সংলাপে প্রকাশকরা বলেন, বইয়ের গুণগত মানের ভিত্তিতে প্রকাশনা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা উচিত, রাজনৈতিক বিবেচনায় নয়। তারা বইমেলায় স্টল ও এনজিও প্রতিষ্ঠান এবং খাবারের দোকান বন্ধের পাশাপাশি আলাদা শিশু চত্বর এবং বাংলা একাডেমির স্টল বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রকাশকরা দাবি করেন, মন্ত্রী, আমলা ও দলবাজ লেখকদের বই সরকারি ক্রয়ে কেনা উচিত নয় এবং জেলা ও বিভাগীয় বইমেলার নামে লুটপাট বন্ধ করতে হবে।
এসইডিপি প্রকল্পে অনিয়মের জন্য মন্ত্রী, সচিব ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার দাবি করে তারা বলেন, গ্রন্থকেন্দ্রে মন্ত্রী ও সচিবের কোটায় ১০ কোটি টাকার বই কেনা হয়েছে লুটপাটকারী প্রকাশকদের কাছ থেকে, যা সাধারণ প্রকাশকদের জন্য অসুবিধা সৃষ্টি করছে।
বাংলাদেশের প্রকাশনা শিল্পকে বাঁচানোর জন্য সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি, মাহরুখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভিন্ন প্রকাশকের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ১১০ জন সৃজনশীল প্রকাশক উপস্থিত ছিলেন।