দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:৩৫

দুর্বৃত্তদের হামলায় জবি ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

নড়াইলের নড়াগাতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মিলন শেখ (২৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মিলন শেখ ঢাকা থেকে নিজ গ্রাম খাশিয়ালে আসার সময় এ হামলার শিকার হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ঘনিষ্ঠ সহকর্মী।

 

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে মিলনকে আঘাত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগ কর্মী সজল খন্দকার। মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

 

নড়াগাতী থানা ছাত্রদল নেতা রিমন মোল্লা জানান, মিলন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় সদস্য এবং পূর্ববর্তী বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন।

 

নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান বলেন, মিলন আমার ছোট ভাই এবং ছাত্রদলের আদর্শের ধারক। তিনি এ হামলার নিন্দা জানান এবং বিচার দাবি করেন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ এবং সভাপতি আসাদুজ্জামান আসলাম হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।

 

সুজন মোল্লা বলেন, মিলন আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং এ হামলা আওয়ামী লীগের ১৬ বছরের সন্ত্রাসী কার্যকলাপের ধারাবাহিকতা। তিনি জানান, যদি সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তবে ছাত্রদল আন্দোলন করবে।

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানান, গ্রাম্য আধিপত্যের জেরে এ হামলা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী