দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:০০

অসহিষ্ণুতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবেন সরকার: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

দেশে চলমান অসহিষ্ণুতা ও নৈরাজ্যবাদী ঘটনায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশে লিখিত চিঠি পাঠান। তিনি জানান, চিঠিটি স্বরাষ্ট্র, শিক্ষা, আইন, ধর্ম ও প্রতিরক্ষা উপদেষ্টার কাছে অনুলিপি হিসেবে পাঠানো হবে।

চিঠিতে ড. গীতি আরা উল্লেখ করেন, অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অসহিষ্ণুতা এবং আক্রমণাত্মক জমায়েত বেড়ে যাচ্ছে, যেখানে হিংসাত্মক বক্তব্য ও হামলার ঘটনা ঘটছে। তিনি নারীদের ওপর হামলা এবং নিগৃহীত শ্রমিকদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

 

শিক্ষক নেটওয়ার্কের নেতৃবৃন্দ সরকারকে আক্রমণাত্মক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেন। তারা জানান, নাগরিকদের নিরাপত্তাবোধের অভাব হলে সংকট মোকাবেলায় সরকারের জন্য চ্যালেঞ্জ হবে।

 

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি যোগ করেন, কিছু শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে তাদের বাদ দেওয়া অস্থিরতা সৃষ্টি করবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ ফেরদৌস মন্তব্য করেন, জাতির ওপর থেকে বড় এক জগদ্দল পাথর সরানোর পরেও অসহিষ্ণুতা ছড়ালে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। সরকারের উচিত কাজ করতে দেওয়া। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, ইংরেজি বিভাগের অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাছির আহমেদ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট