দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১২:০৯

সমালোচনার প্রেক্ষিতে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল করা হয়েছে।

সমালোচনার কারণে বাতিল করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গঠিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ১৫ সেপ্টেম্বরের স্মারকে উল্লেখ করা হয়েছে, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রমের সমন্বয়ের জন্য গঠিত কমিটি বাতিল করা হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিলেন অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম। এই কমিটিতে থাকা সদস্যদের নিয়ে আপত্তি জানান আলেমরা, এবং মানববন্ধন ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী