দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ০২:১১

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

বক্তারা স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অব্যাহত শিক্ষা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা হাসপাতাল, ক্লিনিকাল এবং কমিউনিটি সেটিংসসহ বিভিন্ন ক্ষেত্রে ফার্মাসিস্টদের জন্য ক্যারিয়ারের সুযোগ নিয়েও আলোচনা করেন, বিশেষ করে খাদ্য ও প্রসাধনী শিল্পে।

 

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার তানবীর আশরাফ, ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন (ইউএসপি) এর অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর, সিপিডিএস-এর পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী