দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩২

জবিতে চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফেরদাউস হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

 

এই আদেশ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে এবং তারা প্রত্যেকে বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট