চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রকৃত পরীক্ষাগুলোতে উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে করতে হবে। যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেসব বিষয়ের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হবে।
গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নেন। কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়, এবং পরবর্তীতে তিন দফায় পরীক্ষাগুলো বাতিল করা হয়। নতুন তারিখ হিসেবে ১১ আগস্ট নির্ধারণ করা হয়।