দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:৪৪

বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ প্রদান করছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। ফাজিল ও কামিল শিক্ষার্থীরাও এই সুযোগ নিতে পারবেন।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের জন্য স্কলারশিপ প্রদান করা হয় এবং এটি গত ১৯ বছর ধরে চলমান।

প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে মেধাবী মুসলিম প্রার্থীদের আন্তর্জাতিক মানের পেশাদার আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা। সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে মোট ১৬৫টি আসন রয়েছে। ৬৪তম রাউন্ডে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

 

### সুযোগ-সুবিধা:

– সম্পূর্ণ বিনামূল্যে কোর্স;

– প্রায় দুই লাখ টাকার সমমূল্যের প্রশিক্ষণ;

– সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা;

– আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ।

 

### আবেদনের যোগ্যতা:

– স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

– চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

 

### গুরুত্বপূর্ণ তথ্য:

– ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ;

– প্রতি রাউন্ডে আসন সংখ্যা ১৬৫;

– ঢাকা ও চট্টগ্রামের জন্য আসন যথাক্রমে ১৫০ ও ১৫;

– আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে;

– পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে অংশগ্রহণকারী প্রার্থী নতুন করে আবেদন করতে পারবেন না;

– ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট