দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:৪৬

চবি’র নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হলেন ড. এনায়েত উল্যা পাটওয়ারী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। তিনি ২ বছর বা নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয় যে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছাকে ২৪-০৯-২০২৪ তারিখ থেকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ড. পাটওয়ারীকে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ড. পাটওয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং দক্ষিণ কোরিয়ার ইনছিয়ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়া, তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে একাডেমিক প্রশাসনের উপর প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তিনি সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্বেও রয়েছেন। সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় পত্রিকায় লেখালেখি এবং বিভিন্ন জার্নালে তার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট