রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জড়িতদের চিহ্নিতকরণ ও শাস্তির প্রক্রিয়া নির্ধারণের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সদস্য হিসেবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ এবং সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।