দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৮:৩৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিয়োগ পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাচার্য।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এটি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী ড. শুচিতা শারমিনকে উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে চার বছর, তিনি বর্তমান পদে সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক সেখানে অবস্থান করবেন।

ড. শুচিতা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন এবং ২০০৩ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি করছেন এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিষয়ে বক্তৃতা ও গবেষণা করেছেন, তার ৪৫টিরও বেশি নিবন্ধ ও তিনটি বই প্রকাশিত হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী