দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪২

ইবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আগামী ৪ বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছেন, যা তাকে বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ এর ১০ (১) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

নিয়োগের শর্তসমূহ অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে ৪ বছর মেয়াদে এই পদে থাকবেন এবং তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি ভাইস চ্যান্সেলর পদে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও গ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজন হলে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট