দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:০৬

কারিকুলাম পরিমার্জনের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কারিকুলামের পরিবর্তন ও পরিমার্জনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-২) মো. ইয়ানুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এবং সদস্য সচিব করা হয়েছে মো. ইয়ানুর রহমানকে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সম্মিলিত শিক্ষা আন্দোলনের প্রধান শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান ড. একেএম রিয়াজুল হাসান, এনসিটিবি শিক্ষাক্রমের সদস্য প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং এনসিটিবি প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক এএফএম সারোয়ার জাহান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট