দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ০৮:৪২

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে।

গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার ঘটনায় মাহমুদুল হক রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মাহমুদুল হক রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

 

অতিরিক্ত, আবু বক্কর সিদ্দিক জানান, “রায়হানকে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

 

এর আগে, ২০ সেপ্টেম্বর সকালে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে রায়হানসহ ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী