দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৮

ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করার ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে শেষ হয়। মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা “সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে”, “ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়”, “সংস্কারমনা ভিসি চাই”, “দুর্নীতিমুক্ত ভিসি চাই”, “সেশনজটের কবর চাই” ইত্যাদি স্লোগান দেন। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত উপাচার্য নিয়োগ না হলে ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করা হবে।

 

শিক্ষার্থীরা বলেন, “স্বাধীনতার পরও আমরা এখনও ক্লাসে ফিরতে পারিনি। উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করেও কোনো সাড়া পাচ্ছি না, তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। শুক্রবার যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, এর মধ্যে উপাচার্য নিয়োগ না হলে আমরা অনির্দিষ্ট সময়ের জন্য রাস্তা বন্ধ করে দেব।”

 

তাদের একমাত্র দাবি, “দ্রুত একজন যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ও একাডেমিক দক্ষতাসম্পন্ন উপাচার্য নিয়োগ দিতে হবে। আমরা এমন কাউকে উপাচার্য হিসেবে চাই না, যিনি কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তাকে আন্তর্জাতিকীকরণের দিকে এগিয়ে নিতে পারবেন এমন একজন সংস্কারমনা উপাচার্য চাই।”

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, “অতি দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। যে উপাচার্য আসবেন, তাকে সংস্কারমনা ও শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। কোনো দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে উপাচার্য হিসেবে মেনে নেব না এবং তাকে ক্যাম্পাসে ঢুকতে দেব না। যোগ্য উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।”

 

উল্লেখ্য, এর আগে গত ১৪ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছিল। কোনো সাড়া না পাওয়ায় তারা গত শুক্রবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকালে তারা সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় এবং দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে তাকে প্রতিহত করার কঠোর হুঁশিয়ারি দেয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট