দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফজলুল হক ভূঁইয়া।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয় আজ, বৃহস্পতিবার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। তিনি আগামী ৪ বছরের জন্য বাকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং এই বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য। গাজীপুর জেলার পূবাইলের বড় কয়ের গ্রামের জন্মগ্রহণকারী ড. ভূঁইয়া ১৯৮১ সালে বিএসসি এএইচ অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন এবং ১৯৮৩ সালে এমএসসি এইচ এনার্স ব্রিডিংয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। পরবর্তীতে ১৯৮৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পশু প্রজনন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

ড. ভূঁইয়া বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের গবেষণায় অংশ নিয়েছেন এবং জাপান, জার্মানি ও যুক্তরাষ্ট্রে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেছেন। ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করে ১৯৯৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তার গবেষণার অভিজ্ঞতা ও অবদান উল্লেখযোগ্য, তিনি প্রায় ১৮৬টি গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন এবং ৭টি বই প্রকাশ করেছেন।

 

ড. ভূঁইয়া বর্তমানে বাংলাদেশ রেড চিটাগাং ক্যাটল ব্রিডিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তার বৈচিত্র্যময় কর্মজীবন ও অবদানের জন্য তিনি বিভিন্ন দেশী-বিদেশী সংগঠনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী