দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ০৬:০২

তোফাজ্জলের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন সমন্বয়ক আবু বাকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

 

এ সময় আবু বাকের মজুমদার বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের সবার কঠোর শাস্তি চাই। যদি প্রশাসনিকভাবে কেউ দায়িত্বে অবহেলা করে থাকে, তাদেরও শাস্তি হওয়া উচিত।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশের ছাত্র সমাজ মব কিলিংকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করেছি। কিন্তু দেশে বিভিন্ন স্থানে মব কালচার গড়ে উঠছে, যা অত্যন্ত বিপজ্জনক। ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান থাকবে, যেকোনো মূল্যে এই মব কিলিং বন্ধ করতে হবে এবং দেশজুড়ে আইনের শাসন কার্যকর করতে হবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী