দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ০৬:০২

ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩২)। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিক্ষার্থীরা রাত বারোটার কিছু পরেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, তবে এরপর সেই শিক্ষার্থীদের আর খুঁজে পাওয়া যায়নি। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

 

জানা যায়, শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে আটক করে মারধর করে। পরে অসুস্থ হয়ে পড়লে তারা মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী