দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০২:০৪

জাবির নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক রাশিদুল আলম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলমকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক আলম যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন।

 

উল্লেখ্য, গত ৭ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেলকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ওই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী