দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০৪

“তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার” স্লোগানের বিকৃতি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ এবং ‘কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ স্লোগানের বিকৃতি নিয়ে অভিযোগ জানিয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে, স্লোগানটির দুই মাস পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘বিকৃতি চলবে না, সাক্ষী আছে জনতা’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় ১৪ জুলাই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’

এই মন্তব্যের পর শিক্ষার্থীরা হলের ভেতরে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এই স্লোগান দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।

দুই মাস পর, কয়েকজন সমন্বয়ক অভিযোগ করেন যে স্লোগানটি বিকৃত করে অন্য কিছু প্রচার করার চেষ্টা করা হচ্ছে। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী বলেন, ‘অভ্যুত্থানের দুই মাস যেতে না যেতেই ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের স্মৃতি মুছে ফেলতে চাচ্ছে একটি অপতৎপরতাকারী গোষ্ঠী।’

অন্য সহ-সমন্বয়ক এবি জুবায়ের বলেন, ‘শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতি-পুতির সঙ্গে তুলনা করার পর হল থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। স্লোগানকে বিকৃত করে নতুন স্লোগান প্রচারের চেষ্টা চলছে। যারা মূল স্লোগান এড়িয়ে অন্যান্য স্লোগানকে ফোকাস করছে, তারা আন্দোলনের চেতনার বিরুদ্ধে কাজ করছে।’ তিনি স্লোগান বিকৃতিকারীদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট