দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪২

ঢাকাসহ ছয়টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা কলেজসহ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)। গতকাল রবিবার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য প্রকাশ করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল বিভাগের অধ্যাপক এ কে এম ইলিয়াস। অন্যদিকে, চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল হামিদ।

 

ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন একই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম, যিনি পূর্বে মাউশিতে ওএসডি ছিলেন। রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহ. হামিদুর রহমান।

 

দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, যিনি মাউশিতে ওএসডি ছিলেন।

 

একই প্রজ্ঞাপনে খুলনার ব্রজলাল কলেজের অধ্যক্ষকে সরিয়ে যশোরের সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীনকে মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট