খুলনা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের দুর্নীতির তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই কমিটি গঠন করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনে ডা. মিজানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের পর এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটির তথ্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর নিশ্চিত করেছে।
জানা গেছে, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বাসিন্দারা। বেসরকারি টেলিভিশন মাইটিভির সংবাদ প্রচারের পর খুলনার স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে।
তদন্ত কমিটিতে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালামকে সভাপতি, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল এবং সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনাকে সদস্য করা হয়েছে। এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ জানান, ডা. মিজানের বিরুদ্ধে মৌখিক অভিযোগ অনেক শুনেছেন, তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। টেলিভিশনে সংবাদ দেখেই তিনি তদন্তের জন্য কমিটি গঠন করেছেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, মাইটিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিককে ডা. মিজানুর রহমান হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শিশির শনিবার রাতে হোয়াটসঅ্যাপে হুমকির তথ্য পেয়ে রবিবার খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।