দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০৮

বুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আবু বোরহান নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়, যা উপসচিব মোছা. রোখছানা বেগম সই করেছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১১ (১) এবং (২) ধারা অনুযায়ী অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

 

নিয়োগের শর্ত অনুযায়ী, তার মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। উপাচার্য হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিধি অনুযায়ী তিনি সুযোগ-সুবিধা পাবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট