দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভোজ ও গণবিয়ের আয়োজন অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা এক বিশেষ স্বাধীনতা ভোজ ও গণবিবাহের আয়োজন করছেন। এই গণবিবাহের সমস্ত খরচ ওই হলের শিক্ষার্থীরাই বহন করবেন।

 

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপগুলোতে পাত্র ও পাত্রী খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম গণবিবাহ আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, “বিবাহের প্রক্রিয়া যেন দুই পরিবারের সম্মতিতে হয় এবং ছেলেমেয়ে দুই পক্ষের অভিভাবকরা উপস্থিত থাকেন, সেটা নিশ্চিত করা উচিত।”

 

জহুরুল হক হলের শিক্ষার্থী জহির রায়হান বলেন, “এই গণবিবাহ কর্মসূচি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। যারা ক্যাম্পাসে সম্পর্কিত এবং বিয়ে করতে আগ্রহী, তারা এই মহাযজ্ঞে অংশ নিয়ে ইতিহাসের অংশ হতে পারেন। একইদিনে আমাদের হলের গরু ভোজকে বউভাত হিসেবে বিবেচনা করা হবে।”

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেহরিন আক্তার ইপা এক ফেসবুক গ্রুপে উল্লেখ করেন, “জহুরুল হক হলে অনুষ্ঠিত স্বাধীনতা ভোজ উৎসবের অংশ হিসেবে গণবিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা তাদের পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া, পাত্রীরা জহুরুল হক হলের পাত্র খুঁজে যোগাযোগ করতে পারেন। সকল খরচ জহুরুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা বহন করবেন। আমি একজন পেশাদার মেহেদি আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদি পরানোর বিষয়ে বিশেষ ভূমিকা রাখব বলে আশা করছি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট