দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৪৬

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করে নতুনভাবে ‘অ্যাডহক’ কমিটি গঠন করা হয়েছে।

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করে ৯ সদস্যবিশিষ্ট একটি ‘অ্যাডহক’ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং সদস্যসচিব হিসেবে থাকবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে গতকাল (১০ সেপ্টেম্বর) নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর, উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী), যাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করবেন। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই অ্যাডহক কমিটি কার্যকর থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট