ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে ২০ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা কাজ করতে পারবেন। এই পরিবর্তন আগামী শরতে (অটাম) কার্যকর হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন কাজের সুযোগ এনে দেবে।
আইআরসিসির অফিসিয়াল এক্স–এ (প্রাক্তন টুইটার) পেজে ৪ সেপ্টেম্বর এই ঘোষণা দেওয়া হয়। কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার ইতিমধ্যে এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
**নতুন নিয়মের মূল দিকগুলো:**
– *কাজের সময়সীমা ২০ ঘণ্টা থেকে বেড়ে ২৪ ঘণ্টা হবে।*
– *নতুন নিয়মের লক্ষ্য হল কাজ এবং অধ্যয়নের মধ্যে ভারসাম্য রাখা।*
– *একাডেমিক বিরতির সময়ে কাজের সীমা পূর্বের মতোই থাকবে।*
কানাডা এ বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ দ্বিগুণ করেছে। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ব্যাংক স্টেটমেন্টে ১০ হাজার ডলার দেখাতে হতো, যা এখন বেড়ে ২০ হাজার ৬৩৫ ডলার হয়েছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমেছে। তবে, এই নতুন ঘোষণা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক সংবাদ।
বর্তমানে কানাডায় পূর্ণকালীন আন্তর্জাতিক শিক্ষার্থীরা ক্লাস চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি পান। নতুন নিয়মে তা বেড়ে ২৪ ঘণ্টা করা হচ্ছে। এই পরিবর্তন শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়তা করবে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে। একাডেমিক বিরতির সময়ে তারা সীমাহীন ঘণ্টা কাজ করতে পারবেন।
**পরিবর্তনের কারণ:**
একটি গবেষণায় পাওয়া গেছে যে, সপ্তাহে ২৪ ঘণ্টার বেশি কাজ করলে একাডেমিক পড়াশোনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, যারা সপ্তাহে ২৮ ঘণ্টার বেশি কাজ করেন, তারা তাদের কোর্সের কাজ করতে অসুবিধার সম্মুখীন হন এবং পড়াশোনার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এই কারণে, কানাডা সরকারের নতুন সিদ্ধান্ত শিক্ষার্থীদের কাজ এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। মন্ত্রী মার্ক মিলার বলেন, ‘প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় তাদের পড়াশোনায় মনোনিবেশ করুক। নতুন পরিবর্তন শিক্ষার্থীদের ক্লাসে আরও মনোযোগী হতে সহায়তা করবে।’