চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার মূল্যায়ণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাতিল হওয়া বিষয়গুলোর ম্যাপিং পদ্ধতির একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে, অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা করা হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনের কারণে পুরো এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। ১৩টি পত্রের মধ্যে সাতটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, বাকি পরীক্ষাগুলোর ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে, চূড়ান্ত তারিখ নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন এবং চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এরপর কোটা আন্দোলনের কারণে ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত ও পুনঃনির্ধারণ করা হয়।
নতুন তারিখ অনুযায়ী, ১১ সেপ্টেম্বরের পরীক্ষা বাতিল হওয়ায় কিছু শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলোর বাতিলের দাবিতে আন্দোলন করেন। ২০ আগস্ট শিক্ষামন্ত্রণালয়ের নিচে বিক্ষোভ হয়, যার পর পরীক্ষা বাতিল করা হয়।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।