দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়: ২০২১ সালের প্রিলি থেকে মাস্টার্স পরীক্ষার সূচি প্রকাশ ও নির্দেশনা জারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে এবং শেষ হবে ১১ নভেম্বর। কোনো কারণ ছাড়াই সময়সূচি পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকবে। পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা নিম্নরূপ:

 

১. প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং পরীক্ষার্থী ও কেন্দ্রে সরবরাহ করতে হবে।

২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

৩. পরীক্ষার্থীদের দায়িত্ব হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানা।

৪. পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে রেজি. বিবরণীর একটি কপি সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

৫. পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

৬. কেন্দ্র ফি বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহ করবে।

৭. একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্র ফি হিসেবে প্রতি পরীক্ষার্থী ৪৫০ টাকা থেকে ৩০০ টাকা পরীক্ষার তিন দিন আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে এবং বাকি ১৫০ টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট