দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২৬

“স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা আরও উন্নত করার চেষ্টা করছি: গণশিক্ষা উপদেষ্টা”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “ভাষা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে না পারলে শিশুর বিকাশে সমস্যা হয়। আমরা শুধু দেশীয় নাগরিক নই, আমরা এখন আন্তর্জাতিক নাগরিক। যোগাযোগ, যাতায়াত, এবং অর্থনীতি—সবদিক দিয়েই বিশ্ব এক অভিন্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নাগরিক হতে হলে আমাদের বিভিন্ন ভাষার চর্চা করা প্রয়োজন। যদি আমাদের শিশুদের বহু ভাষাভাষী করে গড়ে তুলতে পারি, তাহলে তারা দেশের জন্য বড় সম্পদ হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ ঠিক হয়ে যাবে।”

 

আজ রোববার, রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণশিক্ষা উপদেষ্টা আরও উল্লেখ করেন, “শুধু অবৈতনিক শিক্ষা নয়, আমরা উপবৃত্তি প্রদান করছি এবং স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা আরও বিস্তৃত করার চেষ্টা করছি।”

 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ এবং বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী