দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৬

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মাভাবিপ্রবির তিনজন শিক্ষার্থী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের তিনজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ পেয়েছেন। তাঁদের মধ্যে দুজন একই বিশ্ববিদ্যালয়ের একই প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। স্কলারশিপ প্রাপ্ত তিন শিক্ষার্থী ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন, দুজন ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন এবং অপরজন শিগগির দেশ ছাড়বেন।

 

শিক্ষার্থীরা হলেন সিপিএস বিভাগের ১৩তম ব্যাচের মো. আকরামুল হাসান (২০১৫-১৬), এবং ১৪তম ব্যাচের ফাহাদ বিন ইসলাম খান ও পাভেল আহমেদ (২০১৬-১৭)। আকরামুল হাসান ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এবং বর্তমানে অধ্যয়ন শুরু করেছেন। ফাহাদ ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চলে গেছেন, এবং পাভেল আহমেদ শিগগিরই দেশ ছাড়বেন।

 

আকরামুল হাসান ইউনিভার্সিটি অব মিসিসিপিতে ক্রিমিনাল জাস্টিসে এমএসসি প্রোগ্রামে ফুল স্কলারশিপ ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যান্ড টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছেন। তাঁর স্কলারশিপে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, স্বাস্থ্য বিমা এবং মাসিক বৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড স্কলারশিপ ও গ্র্যাজুয়েট ইনস্ট্রাকশনাল অ্যাসিস্ট্যান্ট পদে সুযোগ পেয়েছিলেন।

 

ফাহাদ বিন ইসলাম খানও ইউনিভার্সিটি অব মিসিসিপিতে ক্রিমিনাল জাস্টিসে এমএসসি প্রোগ্রামে ফুল স্কলারশিপ ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যান্ড টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছেন। এছাড়া তিনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি, ইউট্রেক্ট ইউনিভার্সিটি এবং গ্লাসগো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন। ইউকের গ্রেট স্কলারশিপ এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপও তাঁর হাতে এসেছে।

 

পাভেল আহমেদ ইউনিভার্সিটি অব মিসিসিপিতে ক্রিমিনাল জাস্টিসে এমএসসি প্রোগ্রামে ফুল স্কলারশিপ ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যান্ড টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছেন। তিনি আরও নর্দান অ্যারিজোনা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ, কানাডার অটোয়া ইউনিভার্সিটি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়েছেন।

 

এই শিক্ষার্থীরা তাদের অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, পরিবার এবং বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখার আশা করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট