এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৩ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এর পরদিন সেই বিজ্ঞপ্তিতে সংশোধনী দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। সব তথ্য ১২ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশোধিত নির্দেশনাগুলো নিম্নরূপ—
**এইচএসসি পরীক্ষা ২০২৪-এর অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের পাঠাতে হবে:**
১. ICT (বিষয় কোড-২৭৫) এর ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর অনলাইনে প্রেরণ করে তার প্রিন্টকপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে। মূল কপি বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে জমা দিতে হবে।
২. পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কৃতদের তালিকা বোর্ডে জমা দিতে হবে।
৩. বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপির একটি কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি বোর্ডে জমা দিতে হবে।
**প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য:**
৪. ১৯৯৬ সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি নম্বরপত্র এবং এইচএসসি প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।
**সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জন্য:**
৫. জেএসসি/সমমান এবং এসএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, বোর্ডের সমতুল্য সনদ ও এইচএসসি প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।