দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩৫

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেছেন, রাসূলুল্লাহ (সা.) এর ভালোবাসা ও সুন্নাতের অনুসরণেই আমাদের জাতীয় জীবনের কল্যাণ ও সাফল্য নিহিত।

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মুখের ভাষা ও চরিত্রের মাধুর্যের মাধ্যমে নবী করিম (সা.) এর শিক্ষা ও আদর্শের সৌন্দর্য পৃথিবীর সামনে তুলে ধরা প্রতিটি মুসলমানের দায়িত্ব। জাতীয় জীবনে সুন্নাতের অনুসরণ না করায় আমরা বারবার পথ হারাচ্ছি।”

 

গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল ‘রাসূলুল্লাহ (সা.) এর ভালোবাসা ও সুন্নাতের অনুসরণে জীবন গঠন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ বায়তুশ শরফ ঢাকার ইমাম ও খতিব মাওলানা জাফর আহমদ, এবং সঞ্চালনা করেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক মোল্লা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতীফ মাসুম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক।

 

ধর্মবিষয়ক উপদেষ্টা আরও বলেন, “বিশ্বের সকল জ্ঞানী-মনিষীরা স্বীকার করেন যে, হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। মুসলমানদের কর্তব্য তাঁর শিক্ষা ও আদর্শের সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা। ইসলামের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচারের যুক্তিপূর্ণ জবাব দিতে হবে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান এবং সাম্প্রতিক সঙ্কটে মাদ্রাসা শিক্ষার্থীদের মন্দির পাহারা দেওয়ার ঘটনা এই সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ।”

 

সেমিনারে বক্তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় নবীজির জীবন ও ইসলামী শিক্ষার অন্তর্ভুক্তির ওপর জোর দেন এবং রাষ্ট্রব্যবস্থাকে সুন্নাহর আলোকে গঠনের আহ্বান জানান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট