বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে অধ্যাপক মো. শাহিনুল আলম নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক আলমের নিয়োগের প্রজ্ঞাপন গত রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনে এই নিয়োগ প্রদান করা হয়। তাঁর নিয়োগ মেয়াদ চার বছর। অধ্যাপক আলম মেটাবোলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার রোগের অগ্রগণ্য গবেষক এবং এ বিষয়ে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং উল্লেখযোগ্য বৈজ্ঞানিক প্রকাশকদের জন্য রিভিউয়ার হিসেবে কাজ করছেন।