দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩২

জবির টিএসসিতে খাবারের দাম কমাতে রাজি হয়েছেন দোকানিরা, শিক্ষার্থীরা প্রকাশ করেছেন নতুন মূল্যতালিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসির খাবারের মূল্য পুনর্নির্ধারণ করে নতুন মূল্যতালিকা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এতে খাবারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আজ বুধবার সাধারণ শিক্ষার্থীরা দোকানদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ মূল্য নির্ধারণ করেন, জানান টিএসসি সংস্কার কমিটির প্রতিনিধিরা।

 

নতুন মূল্যতালিকায় রং চায়ের দাম ৬ টাকা, দুধ চা ৮ টাকা, কেক ১০ টাকা, রুটি ১০ টাকা, কলা ১০ টাকা, বাটার বান ২০ টাকা, শিঙারা ৫ টাকা, পাকোড়া ৫ টাকা, সমুচা ১০ টাকা, ভেজিটেবল রোল ১০ টাকা, চিকেন রোল ২৫ টাকা, ডিম চপ ১০ টাকা, স্যান্ডউইচ ৩০ টাকা এবং ডিম জালি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সকালের নাশতার আইটেমে পরোটা ৬ টাকা, ডাল অথবা ভাজি ১০ টাকা, ডিম ভাজি ২০ টাকা, ডিম খিচুড়ি ৩০ টাকা করা হয়েছে।

 

দুপুরের খাবারের মূল্য তালিকায় ভাত, মাছ ও ডাল ৫০ টাকা; ভাত, মুরগি ও ডাল ৫০ টাকা; ভাত, ভর্তা ও ডাল ২০ টাকা; ভাত, ডিম ও ডাল ৩০ টাকা; এবং ভাত, মুরগির গিলা–কলিজা ও ডাল ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও টিএসসি সংস্কার কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ মূল্যতালিকা নির্ধারণ করেছি। শিক্ষার্থীদের খাবারের মান উন্নত করা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীরা আমাদের নির্ধারিত মূল্যে খাবার বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

 

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি উন্নয়ন ও সংস্কারমূলক কমিটি গঠন করা হয়, যার একটি হলো টিএসসি ও ক্যাফেটেরিয়া সংস্কার কমিটি। পূর্বে, বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দোকানদারদের সাথে আলোচনা ছাড়া দাম কমানোর চেষ্টা করেন এবং দোকানমালিক পরিবর্তনের পরিকল্পনা করে। প্রতিবাদস্বরূপ, দোকানদাররা পরদিন দোকান বন্ধ রাখেন। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রতিনিধিরা একটি কমিটি গঠনের মাধ্যমে দোকানদারদের সাথে আলোচনা করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট