দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৫

ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম এ ফায়েজ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। অধ্যাপক এস এম এ ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান। প্রজ্ঞাপনে জানানো হয়, চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদ হবে চার বছর, এবং তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন, ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এই নিয়োগ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

 

ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ গত মাসে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন। এরপর ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজের নিয়োগ হয়েছে। উল্লেখ্য, ২০০২ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে অধ্যাপক এস এম এ ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট