দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২১

ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে টিউশন ফি নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD-GB) প্রোগ্রামের ভর্তির প্রক্রিয়া শুরু করেছে।

 

দেশের সম্ভাবনাময় রেডিমেড গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ ব্যবস্থাপক তৈরি করার উদ্দেশ্যে এই প্রোগ্রামটি চালু করা হয়েছে। প্রোগ্রামটি তিন মাস মেয়াদি তিনটি মডিউলে পরিচালিত হবে এবং ক্লাসগুলো উইকেন্ডে বা ইভিনিং-এ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না; সফল প্রার্থীদের আর্থিক ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

**আবেদনের জন্য যোগ্যতা:**

 

– যেকোনো ক্ষেত্র থেকে ৪.০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি অথবা তার সমমান।

– এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

– রেডিমেড গার্মেন্টস সেক্টরে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হিসেবে আবেদন করা যাবে।

– অভিজ্ঞতাহীন প্রার্থীরা ফ্রেশার হিসেবে আবেদন করতে পারবেন।

– আবেদনকারী প্রার্থীর বয়স ৪৮ বছরের বেশি হতে পারবে না।

– SEIP-এর আওতায় পূর্বে কোনো প্রোগ্রামে তালিকাভুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

 

**আবেদনের প্রক্রিয়া:**

 

যোগ্য প্রার্থীরা ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। লিখিত ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফায়িং মার্ক অর্জনকারী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

 

অবশ্যই বিস্তারিত তথ্যের জন্য [এখানে ক্লিক করুন https://iba-du.edu/media/upcoming]।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট