বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করার দাবিতে চার দফা দাবি জানিয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।সংবাদ সম্মেলনে তিনি জানান, চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করা, প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করা, প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা পরীক্ষার ফল আলাদাভাবে প্রকাশ এবং প্রিলির একসেট উত্তর প্রকাশ করার দাবি তুলে ধরেন। এছাড়া বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ এক বছর এবং অন্যান্য চাকরির নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সম্পন্ন করার দাবি জানান। পিএসসি থেকে ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজদের অপসারণের কথাও বলেন তিনি।
বিন ইয়ামিন মোল্লা বলেন, “সরকারের দায়িত্ব বেকারত্ব দূর করা। ক্ষমতায় আসার আগে সব সরকার বেকারত্ব নিয়ে নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা সরকারে আসার পর সেগুলো ভুলে যায়। গত ১৯ নভেম্বর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, চাকরির আবেদন ফি বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। কিন্তু কেন এত সময় নেওয়া হচ্ছে? এটা তো আগেই করা উচিত ছিল।”
তিনি আরও বলেন, “অর্ডিন্যান্স জারি করে চাকরির আবেদন ফি যেন ন্যূনতম ২০০ টাকা করা হয়। আগামী ৪৭ তম বিসিএস পরীক্ষার জন্য আবারও ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আমরা সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিচ্ছি, যদি তাড়াতাড়ি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনে যাব।”
পিএসসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় যে স্থবিরতা রয়েছে, তা দ্রুত সমাধান করা হোক। এখনো পিএসসিতে আওয়ামী আমলের দোসররা আছেন, তাদের বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক।”
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক, সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ।